The Intro:
ফেসবুক বা ইন্সটাগ্রামে কন্টেন্ট বানানো অনেকটা অন্যের জমিতে বাড়ি বানানোর মতো। বাড়ির মালিক (প্ল্যাটফর্ম) যেদিন চাইবে, আপনাকে বের করে দিতে পারে। আজ আপনার পোস্ট হাজার হাজার মানুষ দেখছে, কালকেই একটা Algorithm change-এর কারণে রিচ কমে যেতে পারে একশতে।
Frustrating, তাই না?
এর সমাধান হলো “Owned Audience” তৈরি করা।
মানে, এমন এক কমিউনিটি বানানো, যাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন, কোনো প্ল্যাটফর্মের দয়া ছাড়াই। আর এটা করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো একটি ইমেইল নিউজলেটার।
আপনার ইমেইল লিস্ট আপনার নিজের অ্যাসেট। এটা আপনার “নিজের জমি”। এই পোস্টে আমি দেখাব, কীভাবে Beehiiv নামে একটি অসাধারণ টুল ব্যবহার করে আপনিও আপনার নিউজলেটার জার্নি শুরু করতে পারেন।
Beehiiv কী এবং কেন এটা এত স্পেশাল?
অনেকেই হয়তো Mailchimp বা অন্যান্য ইমেইল মার্কেটিং টুলের নাম শুনেছেন। কিন্তু ওগুলো প্রায়ই নতুনদের জন্য বেশ কঠিন এবং দামী।
এখানেই Beehiiv আলাদা।
Beehiiv হলো একটা মডার্ন প্ল্যাটফর্ম যা বিশেষভাবে নিউজলেটার ক্রিয়েটরদের জন্যই বানানো হয়েছে। এটা ব্যবহার করা এতটাই সহজ যে, আপনার কোনো টেকনিক্যাল জ্ঞান থাকারই দরকার নেই।
Beehiiv দিয়ে আপনি যা যা করতে পারবেন:
– খুব সহজে প্রফেশনাল লুকিং নিউজলেটার লিখতে ও ডিজাইন করতে পারবেন।
– আপনার সাবস্ক্রাইবার লিস্ট (ইমেইল লিস্ট) বাড়াতে পারবেন।
– এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনার নিউজলেটারকে খুব সহজেই মনিটাইজ (Monetize) করতে পারবেন।
It’s like having a blog, email software, and payment system all in one place.
#EmailMarketing #BeehiivVsMailchimp #CreatorEconomy
কীভাবে শুরু করবেন?
বিশ্বাস করুন, শুরু করাটা খুবই সহজ। চলুন, ধাপে ধাপে দেখি:
স্টেপ ১: আপনার Niche (বিষয়) বেছে নিন।
আপনি কোন বিষয়ে লিখতে ভালোবাসেন বা জানেন? সেটাই আপনার Niche। যেমন:
- বই রিভিউ
- স্টুডেন্টদের জন্য স্কলারশিপের খবর
- ফ্রিল্যান্সিং টিপস
- ঢাকা শহরের সেরা খাবারের খোঁজ
- সাপ্তাহিক টেক নিউজ আপডেট
স্টেপ ২: Beehiiv-এ সাইন আপ করুন।
নিচের লিঙ্কে গিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে ফেলুন। তাদের ফ্রি প্ল্যানটাই শুরু করার জন্য যথেষ্টর চেয়েও বেশি।
– https://beehiiv.com
স্টেপ ৩: আপনার প্রথম নিউজলেটারটি লিখুন।
ভয় পাবেন না! প্রথম লেখাটা সিম্পল রাখুন। আপনার Niche নিয়ে ইন্টারেস্টিং কিছু তথ্য বা টিপস শেয়ার করুন। Beehiiv-এর এডিটরটা খুবই ক্লিন এবং ব্যবহার করা সহজ।
স্টেপ ৪: আপনার নিউজলেটার শেয়ার করুন।
Beehiiv আপনাকে একটি ইউনিক সাবস্ক্রিপশন লিংক দেবে। সেই লিংকটি আপনার ফেসবুক, ইন্সটাগ্রাম বায়ো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস—সব জায়গায় শেয়ার করুন। বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলুন।
ব্যাস! আপনার নিউজলেটার জার্নি শুরু হয়ে গেলো।
#StepByStep #BeginnerGuide #NewsletterForBeginners
টাকা আয় করবেন কীভাবে? (The Monetization Magic)
নিউজলেটার তো বানালেন, এবার আয় করবেন কীভাবে? Beehiiv এই কাজটাকে অবিশ্বাস্যরকম সহজ করে দিয়েছে।
১. Premium Subscriptions:
আপনার নিউজলেটার যখন জনপ্রিয় হয়ে উঠবে, তখন আপনি পেইড সাবস্ক্রিপশন চালু করতে পারবেন। আপনার সবচেয়ে ভালো, এক্সক্লুসিভ কনটেন্টের জন্য পাঠকরা আপনাকে মাসে মাসে টাকা দেবে। অনেকটা Netflix সাবস্ক্রিপশনের মতো।
২. Ad Network:
আপনার নিউজলেটারে কিছু সাবস্ক্রাইবার হয়ে গেলে Beehiiv-এর নিজস্ব Ad Network-এ জয়েন করতে পারবেন। তখন বিভিন্ন ব্র্যান্ড আপনার নিউজলেটারে বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাকে টাকা দেবে। Beehiiv নিজেই স্পন্সর খুঁজে দেয়!
৩. Affiliate Links:
আপনি আপনার নিউজলেটারে কোনো প্রোডাক্ট বা সার্ভিস recommend করতে পারেন। আপনার দেওয়া অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে যদি কেউ সেই প্রোডাক্ট কেনে, তাহলে আপনি একটা কমিশন পাবেন।
এই সবগুলো উপায় Beehiiv-এর ড্যাশবোর্ডেই বিল্ট-ইন আছে।
#MakeMoneyOnline #PassiveIncome #Monetization
The outro:
সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যার উপর নির্ভর না করে নিজের একটি কমিউনিটি তৈরি করুন, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। 2025 সাল এবং তার পরেও, এটাই হবে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে বড় সুপারপাওয়ার।
Beehiiv এই পাওয়ারটা আপনার হাতে তুলে দিচ্ছে।
Don’t just build followers, build an audience you own.
আমাদের AIinBangla.Com এ এইটা নিয়ে ডিটেইল টিউটোরিয়াল দিবো শিগগির। 🙂 জয়েন হয়ে থাকতে পারেন ওখানে।
#FutureOfContent #DigitalAsset #CommunityBuilding #Bangladesh