যদি বলি Midjourney, ChatGPT Plus, Adobe Premiere Pro-এর মতো দামী সফটওয়্যারগুলোর প্রায় সব কাজ কয়েকটি ফ্রি ওয়েবসাইট দিয়েই করা সম্ভব?
বিশ্বাস হচ্ছে না?
এই থ্রেডটি আপনার জন্য একটি গোল্ডমাইন। চলুন শুরু করা যাক।
১। দামী AI চ্যাটবটের কাজ শুরুর দিকে ফ্রিতেই করে নিন!
পেইড টুলঃ ChatGPT Plus ($20/month)
ফ্রি অলটারনেটিভঃ Microsoft Copilot (copilot.microsoft.com), Grok (grok.com), Deepseek.com
কেন সেরা?: Copilot আপনাকে বিনামূল্যে GPT-4 এবং DALL-E 3 ব্যবহার করতে দেয়, যা বাজারের সেরা পেইড মডেল।
২। AI ছবি বানান কোনো খরচ ছাড়াই
পেইড টুলঃ Midjourney ($10/month)
ফ্রি অলটারনেটিভঃ Leonardo.Ai (leonardo.ai), ন্যানো ব্যানানা (aistudio.google), Bing Image Creator (bing.com/create), SeaArt.ai (seaart.ai) অথবা https://perchance.org/ai-text-to-image-generator (আমার পার্সোনাল ফেভারিট)।
কীভাবে?: Leonardo প্রতিদিন ১৫০টি ফ্রি ক্রেডিট দেয়। Bing Image Creator আপনাকে DALL-E 3 বিনামূল্যে ব্যবহার করতে দেয়।
প্রো টিপ: এই রকম ডিটেইলড প্রম্পট ব্যবহার করুন:
Photorealistic cinematic shot of a young Bengali woman in a traditional Jamdani saree, sitting by a window during a heavy monsoon rainstorm, reading a classic book. Style: Moody, atmospheric, dramatic lighting, rich colors, 8K resolution, shot on a Sony A7III with a 50mm f/1.4 lens.
৩। ছবিতে নিখুঁতভাবে টেক্সট যোগ করুন
পেইড টুলঃ Ideogram Pro ($8/month)
ফ্রি অলটারনেটিভঃ Ideogram (ideogram.ai), Microsoft Designer (designer.microsoft.com), Canva (canva.com)
কেন সেরা?: টি-শার্ট ডিজাইন, লোগো বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ছবিতে নির্ভুল টেক্সট জেনারেট করতে Ideogram-এর ফ্রি ভার্সনটিই সেরা।
৪। প্রফেশনাল ভিডিও এডিটিং, সম্পূর্ণ বিনামূল্যে
পেইড টুলঃ Adobe Premiere Pro ($21/month)
ফ্রি অলটারনেটিভঃ CapCut (capcut.com), DaVinci Resolve (blackmagicdesign.com/products/davinciresolve), Clipchamp (clipchamp.com)
কেন সেরা?: CapCut হলো সবচেয়ে সহজ এবং ফিচার-সমৃদ্ধ। DaVinci Resolve হলিউড লেভেলের শক্তিশালী, কিন্তু কিছুটা শেখার প্রয়োজন হয়।
৫। AI দিয়ে আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরি করুন!
পেইড টুলঃ Gamma App Pro ($16/month)
ফ্রি অলটারনেটিভঃ Gamma.app (gamma.app), Tome.app (tome.app), Canva Docs (canva.com/docs)
কেন সেরা?
শুধু একটি টপিক লিখুন, আর Gamma বা Tome AI আপনার জন্য স্লাইড, লেখা এবং ছবি দিয়ে একটি সম্পূর্ণ প্রেজেন্টেশন বানিয়ে দেবে।
৬। গ্রাফিক ডিজাইন করুন প্রফেশনালি!
পেইড টুলঃ Canva Pro ($13/month)
ফ্রি অলটারনেটিভঃ Microsoft Designer (designer.microsoft.com), Adobe Express (adobe.com/express), VistaCreate (create.vista.com)
কেন সেরা?
Microsoft Designer-এ শুধু টেক্সট প্রম্পট দিয়ে ডিজাইন বানানো যায়। Adobe Express-এর ফ্রি ভার্সনটিও অত্যন্ত শক্তিশালী।
৭। বাস্তবসম্মত ভয়েসওভার তৈরি করুন!
পেইড টুলঃ ElevenLabs ($5/month)
ফ্রি অলটারনেটিভঃ Clipchamp (clipchamp.com), Veed.io (veed.io), NaturalReader (naturalreaders.com), এআই স্টুডিও (aistudio.google.com)
কেন সেরা?
Microsoft-এর Clipchamp-এর Text-to-Speech ফিচারটি খুবই ন্যাচারাল এবং বিভিন্ন ভাষায় বিনামূল্যে ব্যবহার করা যায়।
৮। AI দিয়ে নিজের গান তৈরি করুন!
পেইড টুলঃ Suno AI Pro ($8/month)
ফ্রি অলটারনেটিভঃ Udio (udio.com)
কেন সেরা?:
Udio আপনাকে প্রতিদিন ফ্রি ক্রেডিট দিবে, যা দিয়ে আপনি সম্পূর্ণ নতুন গান তৈরি করতে পারবেন। কোয়ালিটি অবিশ্বাস্য রকমের ভালো।
৯। যেকোনো PDF ডকুমেন্টের সাথে চ্যাট করুন!
পেইড টুলঃ ChatPDF ($5/month)
ফ্রি অলটারনেটিভঃ Claude.ai (claude.ai), Perplexity.ai (perplexity.ai), ChatGPT (Free) (chat.openai.com)
কেন সেরা?
Claude-এর ফ্রি ভার্সনে আপনি বড় বড় PDF বা বই আপলোড করে সেটির সাথে চ্যাট করতে পারবেন এবং দ্রুত সামারি বের করতে পারবেন।
১০। কোডিং করুন দশগুণ দ্রুত গতিতে
পেইড টুলঃ GitHub Copilot ($10/month)
ফ্রি অলটারনেটিভঃ Codeium (codeium.com), Amazon CodeWhisperer (aws.amazon.com/codewhisperer), Tabnine (tabnine.com)
কেন সেরা?
Codeium একটি শক্তিশালী এবং সম্পূর্ণ ফ্রি AI Coding Assistant যা প্রায় সব কোডিং প্ল্যাটফর্মে কাজ করে।
১১। এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন!
পেইড টুলঃ Remove.bg (Credit based)
ফ্রি অলটারনেটিভঃ Adobe Express Background Remover (adobe.com/express/feature/image/remove-background), Photopea (photopea.com), remove.ai (remove.ai)
কেন সেরা?: Adobe-এর এই টুলটি বিনামূল্যে এবং আনলিমিটেড ব্যবহারের জন্য সেরা। Photopea একটি ফ্রি অনলাইন ফটোশপ, যেখানে আরও কন্ট্রোল পাওয়া যায়।
১২। ছবি থেকে কথা বলা AI অ্যাভাটার বানিয়ে নিন!
পেইড টুলঃ Synthesia ($22/month)
ফ্রি অলটারনেটিভঃ D-ID (d-id.com), HeyGen (heygen.com)
কেন সেরা?
D-ID এবং HeyGen দুটোই আপনাকে ফ্রি ক্রেডিট দেয়, যা দিয়ে আপনি ছোট প্রজেক্ট বা প্রেজেন্টেশনের জন্য কথা বলা অ্যাভাটার তৈরি করতে পারবেন।
আসসালামু আলাইকুম আমি আপনার সাথে পরিচয় হতে চাই আমি আমার নিজের পরিচয় আপনাকে আমি শেয়ার করতে চাই আপনি আমার কথা মাইন্ড করবেন না আমার আমার নাম আকিব খান তাজিন আমি Ai সাহায্যের ভিডিও কনটেন্ট ক্রিকেটার উপরে কোর্স করতে চাই তাছাড়া আমি আপনাদের এখানে নতুন আসছি
আপনি https://aiinbangla.com/courses/ai-champions/ এইটা চেক করুন। তারপর আমাকে জানান ফেইসবুকে।