ক্যাটাগরি ১: প্রোগ্রামিং ও কোডিং (Programming & Coding)!
এই স্কিলটি এখন বিশ্বের সবচেয়ে চাহিদাসম্পন্ন স্কিলগুলোর একটি।
১। FreeCodeCamp (https://www.youtube.com/@freecodecamp)
কী শিখবেন: ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, প্রায় সবকিছু নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে বিস্তারিত এবং প্রজেক্ট-ভিত্তিক টিউটোরিয়াল। এটি একটি পুরোদস্তুর কোডিং ইউনিভার্সিটি।
২। Programming with Mosh (https://www.youtube.com/@programmingwithmosh)
কী শিখবেন: জটিল প্রোগ্রামিং কনসেপ্টকে সহজ এবং সুন্দর ভিজ্যুয়াল দিয়ে বোঝানোর জন্য এই চ্যানেলটা সেরা।
৩। Traversy Media (https://www.youtube.com/@TraversyMedia)
কী শিখবেন: কোনো রকম বাহুল্য ছাড়াই, সরাসরি কাজের কথায় ফোকাস করে ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট-ভিত্তিক টিউটোরিয়াল।
৪। The Net Ninja (https://www.youtube.com/@TheNetNinja)
কী শিখবেন: প্রতিটি টেকনোলজির উপর শত শত ভিডিওর প্লেলিস্ট। একটি নির্দিষ্ট বিষয় (যেমন: React বা Node.js) পুরোপুরি মাস্টার করার জন্য সেরা।
৫। CS50 (https://www.youtube.com/@cs50)
কী শিখবেন: হার্ভার্ড ইউনিভার্সিটির জনপ্রিয় সব কম্পিউটার সায়েন্সের ইন্ট্রোডাকটরি কোর্স। প্রোগ্রামিং-এর ভিত্তি মজবুত করার জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।
ক্যাটাগরি ২: ডিজিটাল মার্কেটিং ও বিজনেস (Digital Marketing & Business)!
ক্যাটাগরি ২: ডিজিটাল মার্কেটিং ও বিজনেস (Digital Marketing & Business)!
অনলাইনে নিজের ব্যবসা বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চাইলে এই স্কিলগুলো অপরিহার্য।
৬। Neil Patel (https://www.youtube.com/@neilpatel)
কী শিখবেন: SEO, কনটেন্ট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং-এর দুনিয়ার অন্যতম সেরা একজন এক্সপার্ট। তার ভিডিওগুলো খুবই সংক্ষিপ্ত এবং কাজের।
৭। Ahrefs (https://www.youtube.com/@AhrefsCom)
কী শিখবেন: SEO-এর টেকনিক্যাল এবং অ্যাডভান্সড বিষয়গুলো ডেটার মাধ্যমে শেখার জন্য এটি সেরা চ্যানেল।
৮। HubSpot Academy (https://www.youtube.com/@hubspotacademy)
কী শিখবেন: ইনবাউন্ড মার্কেটিং, সেলস এবং কাস্টমার সার্ভিস নিয়ে বিস্তারিত শেখার জন্য এবং বিনামূল্যে সার্টিফিকেট অর্জনের জন্য এটি সেরা।
৯। GaryVee (Gary Vaynerchuk) (https://www.youtube.com/@garyvee)
কী শিখবেন: শুধু মার্কেটিং কৌশল নয়, বরং একজন আধুনিক উদ্যোক্তার মাইন্ডসেট, Hardwork এবং পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে অনুপ্রেরণা পাবেন।
ক্যাটাগরি ৩: গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং (Graphic Design & Video Editing)!
ফ্রিল্যান্সিং মার্কেটে এই স্কিলগুলোর চাহিদা সবসময়ই তুঙ্গে।
১০। Bring Your Own Laptop (https://www.youtube.com/@BringYourOwnLaptop)
কী শিখবেন: Adobe Photoshop, Illustrator, InDesign, Premiere Pro-এর মতো সফটওয়্যারগুলোর প্রফেশনাল ব্যবহার শেখার জন্য এটি সেরা।
১১। PiXimperfect (https://www.youtube.com/@PiXimperfect)
কী শিখবেন: ফটোশপের জাদুকর বলা হয় তাকে। ফটোশপের ছোট ছোট ট্রিকস থেকে শুরু করে অ্যাডভান্সড ম্যানিপুলেশন—সবকিছুই শিখতে পারবেন।
১২। Peter McKinnon (https://www.youtube.com/@PeterMcKinnon)
কী শিখবেন: ফটোগ্রাফি এবং সিনেম্যাটিক ভিডিওগ্রাফির বস। কীভাবে সাধারণ একটি ক্যামেরাকে ব্যবহার করে অসাধারণ সব শট নিতে হয়, তা শিখতে পারবেন।
ক্যাটাগরি ৪: প্রোডাক্টিভিটি ও সফট স্কিলস (Productivity & Soft Skills)!
আপনার হার্ড স্কিলের পাশাপাশি, এই সফট স্কিলগুলো আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।
১৩। Ali Abdaal (https://www.youtube.com/@aliabdaal)
কী শিখবেন: প্রোডাক্টিভিটির গুরু। কীভাবে কম সময়ে বেশি কাজ করা যায়, নতুন কিছু দ্রুত শেখার কৌশল এবং একজন স্টুডেন্ট বা প্রফেশনাল হিসেবে আরও স্মার্ট হওয়া যায়।
১৪। Charisma on Command (https://www.youtube.com/@Charismaoncommand)
কী শিখবেন: কীভাবে মানুষের সাথে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হয়, কীভাবে নিজেকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হয় এবং মানুষের মন জয় করতে হয়।
১৫। TED (https://www.youtube.com/@TED)
কী শিখবেন: বিশ্বের সেরা সব মানুষের আইডিয়া এবং পাবলিক স্পিকিং স্কিল দেখে শেখার জন্য এর চেয়ে ভালো জায়গা আর নেই।
ক্যাটাগরি ৫: বিজ্ঞান, টেক ও সাধারণ জ্ঞান (Science, Tech & General Knowledge)!
যারা ছাত্রছাত্রী বা জানার আগ্রহ রাখেন, তাদের জন্য এই চ্যানেলগুলো মাস্ট-ওয়াচ।
১৬। Kurzgesagt – In a Nutshell (https://www.youtube.com/@kurzgesagt)
কী শিখবেন: বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে অসাধারণ অ্যানিমেশনের মাধ্যমে সহজভাবে বোঝার জন্য এটি বিশ্বের অন্যতম সেরা চ্যানেল।
১৭। Mark Rober (https://www.youtube.com/@MarkRober)
কী শিখবেন: একজন প্রাক্তন NASA ইঞ্জিনিয়ারের কাছ থেকে দেখুন কীভাবে মজার মজার ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বানানো যায়।
১৮। Marques Brownlee (MKBHD) (https://www.youtube.com/@MKBHD)
কী শিখবেন: টেক রিভিউ জগতের রাজা। নতুন কোনো ফোন বা গ্যাজেট কেনার আগে তার রিভিউ দেখা আবশ্যক।
১৯। SmarterEveryDay (https://www.youtube.com/@smartereveryday)
কী শিখবেন: বিজ্ঞানের পেছনের “কেন” এবং “কীভাবে” গুলোকে অসাধারণ সব এক্সপেরিমেন্টের মাধ্যমে আবিষ্কার করুন।
ChatGPT, Gemini, Midjourney… শত শত AI টুলের ভিড়ে আপনার ব্যবসার জন্য কোনটি সঠিক এবং কিভাবে তা ব্যবহার করবেন, বুঝতে পারছেন না?
সমাধান হলো, অনুমানের উপর নির্ভর না করে একজন বিশেষজ্ঞের সাহায্য নেওয়া, যিনি আপনার ব্যবসার DNA বিশ্লেষণ করে একটি কাস্টম AI রোডম্যাপ তৈরি করে দেবেন।
আর এই কাজটি করার জন্যই আমরা AI in Bangla-তে আমাদের প্রফেশনাল Consultancy Service চালু করেছি।
বিস্তারিত জানতে এবং একটি Consultation বুক করতে আমাদের ওয়েবসাইটে যান:
https://aiinbangla.com/consultancy/




আমি ইতিহাসের বই পড়তে চাই এবং বাংলা সাহিত্যের বই পড়তে চাই