একটার পর একটা চাকরির বিজ্ঞাপনে আবেদন করছেন, সিভি পাঠিয়ে পাঠিয়ে আপনার ইমেইলের ‘Sent’ ফোল্ডার ভরে গেছে, কিন্তু ফোন আসে না।
১০০-এর বেশি কোম্পানিতে সিভি জমা দেওয়ার পরেও যখন উত্তর আসে শুধু নীরবতা, তখন হতাশ হওয়াটাই স্বাভাবিক।
ব্যাপারটা হতাশাজনক, তাই না?
সমস্যাটা হয়তো আপনার যোগ্যতার নয়। সমস্যাটা হয়তো আপনার সিভি তৈরি এবং আবেদন করার পদ্ধতিতে। আজকের চাকরির বাজার আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক।
শত শত, এমনকি হাজার হাজার সিভির ভিড়ে একজন নিয়োগকর্তার নজর কাড়া প্রায় অসম্ভব। বড় বড় কোম্পানিগুলো এখন সিভি বাছাইয়ের জন্য ব্যবহার করে Applicant Tracking System (ATS) সফটওয়্যার, যা আপনার সিভিকে একজন মানুষের কাছে পৌঁছানোর আগেই বাতিল করে দিতে পারে।
কিন্তু কী হবে যদি এই ভিড় থেকে আপনার সিভিকে আলাদা করে তোলার জন্য আপনার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে?
আর সেই অ্যাসিস্ট্যান্ট যদি হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)?
এই কৌশলগুলো ব্যবহারের পর আপনাকে আর ১০০ জায়গায় সিভি পাঠাতে হবে না, বরং সঠিক জায়গা থেকে ইন্টারভিউয়ের কল আপনার কাছে আসতে বাধ্য হবে।
1. Recruiter-এর চোখে নিজেকে দেখুন!
আপনার সিভি-টা প্রথমে ChatGPT বা Gemini তে আপলোড করবেন। তারপর –
নিচের এই Prompt-টা ইউজ করবেন:
“Act as a senior recruiter in the [e.g., ‘Bangladeshi Tech’] industry with 10 years of experience. Review this résumé for 30 seconds. What’s missing or unclear that would stop you from calling me for an interview?”
→ [e.g., ‘Bangladeshi Tech’] এইটা চেঞ্জ করে আপনার ইন্ডাস্ট্রি ম্যানশন করে দিবেন।
→ ৩০ সেকেন্ডে CV-র সব দুর্বলতা চোখের সামনে clear.
2. Summary হোক Job Specific:
আপনার সিভি-টা প্রথমে ChatGPT বা Gemini তে আপলোড করবেন। তারপর –
নিচের এই Prompt-টা ইউজ করবেন:
“Rewrite my résumé summary to be confident, clear, and tailored to this specific job description: [paste job description]. Focus on how my top 3 skills directly match their needs.”
→ মনে রাখবেন, impressive কথার চেয়ে specific কথার দাম বেশি।
Targeted always wins.
3. কাজ না, Result দেখান:
আপনার সিভি-টা প্রথমে ChatGPT বা Gemini তে আপলোড করবেন। তারপর –
নিচের এই Prompt-টা ইউজ করবেন:
“Turn these bullet points into achievement-focused statements using the X-Y-Z formula (Achieved X, as measured by Y, by doing Z). Add strong metrics (like %, টাকা, time saved) to show real impact.”
→ “Sales call করতাম” – এই কথায় আপনার value নাই।
“Protidin 50 ta call kore monthly sales 15% bariesi” — এই কথাটা পারটিকুলারলি চাকরিদাতার চোখে পড়বে নিশ্চিত!
Buzzwords don’t sell. Results do.
4. Career Gap-কে বানান শক্তির জায়গা:
আপনার সিভি-টা প্রথমে ChatGPT বা Gemini তে আপলোড করবেন। তারপর –
নিচের এই Prompt-টা ইউজ করবেন:
“I have a 2-year career gap. During this time, I learned [Skill 1, Skill 2] and worked on [mention a personal project]. Help me frame this as a period of intentional growth and skill development, not a failure.”
→ লুকানোর কিছু নাই। You don’t hide it. You own it.
5. Robot-কে পাশ কাটিয়ে Human Touch দিন :
আপনার সিভি-টা প্রথমে ChatGPT বা Gemini তে আপলোড করবেন। তারপর –
নিচের এই Prompt-টা ইউজ করবেন:
“Analyze this job post: [paste job description]. Identify the top 10 ATS keywords. Now, naturally integrate them into my résumé’s experience and skills sections without sounding robotic.”
→ Speak human. Pass robots. এটাই মূলমন্ত্র।
6. Design না, Clarity-তে Focus করুন:
আপনার সিভি-টা প্রথমে ChapGPT বা Gemini তে আপলোড করবেন। তারপর –
নিচের এই Prompt-টা ইউজ করবেন:
“Format this entire résumé into a clean, single-column, professional layout. Use a standard font. Make it extremely easy to scan in 6 seconds and ensure it is 100% ATS-friendly (no tables, no graphics).”
→ Canva-র ডিজাইন দিয়ে লাভ নাই যদি recruiter পড়তেই না পারে।
No Canva fluff. Just recruiter-ready clarity.
7. জাস্ট CV-টা পাঠানোর আগের সিক্রেট ট্রিক্স:
আপনার সিভি-টা প্রথমে ChatGPT বা Gemini তে আপলোড করবেন। তারপর –
নিচের এই Prompt-টা ইউজ করবেন:
“Write a short, punchy message I can DM a hiring manager on LinkedIn for the [Job Title] role. The goal is to show genuine interest and highlight one key achievement that brings value to their team. Keep it under 3 lines. No desperation, just value.”
[Job Title] – এইটা আপনার জব টাইটেল দিয়ে চেঞ্জ করে নিবেন অবশ্যই।
→ কারণ CV খোলার আগেই আপনি আলাদা। Because standing out starts before the résumé.
শেয়ার করে ফেলুন 🙂