AI দিয়ে ডিজিটাল প্রোডাক্ট বানিয়ে কিভাবে আয় করবো?

Notion/Canva বা গুগল শিট বা ডক টেমপ্লেট বা পিডিএফ বা AI দিয়ে ডিজিটাল প্রোডাক্ট বানিয়ে সেল + ইনকাম করার একটা A টু Z Guideline দেয়ার চেষ্টা করবো আজকে!

আমার বিভিন্ন ছোট ছোট প্রোডাক্ট সেলস এর উপর ভিত্তি করে এই গাইডলাইনটা সাজিয়েছি – আশা করি আপনারাও ফলো করে নিজের জার্নি শুরু করতে পারবেন।

এই গাইডটা কাদের জন্যে?

– যারা কিভাবে শুরু করবেন, কোথায় বিক্রি করবেন, কিছুই বুঝতে পারছেন না!

– কোনো বড় বাজেট বা বিশাল ফলোয়ার নাই।

– কোন অভিজ্ঞতা নাই!

পোস্টটি সেভ করে রাখুন, কারণ এটা আপনার সাইড হাসল জার্নি বদলে দিতে পারে!

make digital product with AI

ধাপ ১ | আইডিয়া নিবেন আপনার বাস্তব জীবনের সমস্যা থেকে। তারপর সেটার সমাধানটাকে একটা প্রোডাক্টে রূপ দিবেন।

যেমন –

ধরুন আপনি ChatGPT ইউজ করেন প্রতিদিন, কিন্তু এইটাকে ঠিকঠাক কোন কাজেই লাগাতে পারছেন না।

তারপর আপনি ঘাটাঘাটি শুরু করলেন। বিভিন্ন ফোরাম, ভিডিও, ফেইসবুক পোস্ট বা বিভিন্ন ধরনের কোর্স থেকে খুঁজে পেলেন যে ChatGPT ব্যবহার করেই কিভাবে প্রতিদিন সুন্দর সুন্দর ভাইরাল কন্টেন্ট বানানো যায়। তারপর সেগুলো এক্সপেরিমেন্ট করলেন, নিজে ট্রাই করলেন নিজের পেইজে। আপনি বিভিন্ন ধরনের প্রম্পট নিয়ে এক্সপেরিমেন্ট করে ভালো কিছু প্রম্পট বানালেন। একটা সিস্টেম দাঁড় করালেন যে কিভাবে কি কি করতে হয়। এবং সেই সিস্টেমে কিভাবে কন্টেন্টগুলো অটো পাবলিশ করা যায় বা শিডিউল করে রাখা যায় সেটাও শিখলেন বা জানলেন। সেই কন্টেন্টগুলো হিউম্যানাইজ করার জন্যে কি ধরনের প্রম্পট বা কৌশল আপনি ব্যবহার করেন সব একজায়গায় আনলেন।

তারপর এই পুরো ওয়ার্কফ্লো + আপনার সব নলেজ বা অভিজ্ঞতাকেই একটা মিনি গাইড বা কোর্স বা গুগল ডক বা Notion Template বা ছোট একটা পিডিএফ অথবা পুরো সিস্টেমকে একটা চেকলিস্টের মতো করে গাইডবুক বানালেন।

এই মিনি গাইড বা কোর্স বা গুগল ডক বা Notion Template বা ছোট একটা পিডিএফ বা গাইডবুকটা ফলো করলেই আসলে যে কোন একজন নতুন ChatGPT ইউজারও তার নিজের পেইজ বা বিজনেস পেইজের জন্যে আনলিমিটেড ভাইরাল কন্টেন্ট বানাতে পারবে।

ChatGPT ইউজ করা কিন্তু সেটা কোন কাজে না লাগাতে পারা = একটা বিশাল Problem!

ChatGPT পারফেক্টলি ইউজ করে রেগুলার নিজের জন্যে কন্টেন্ট বানাতে পারা = একটা বিশাল এবং স্পেসিফিক প্রব্লেমের কার্যকরী একটা Solution!

মানে, একটা স্পেসিফিক সমস্যার সমাধান হচ্ছে আপনার ওই প্রডাক্টটা!

আপনার প্রোডাক্ট বা সার্ভিস একটা বিশাল জনগোষ্ঠীর একটা কমন সমস্যা দারুণভাবে সমাধান করবে – সুতরাং আপনি এইটা সেল করতে পারবেন!

যেমন আমাদের AIInBangla.Com কিন্তু একটা প্রোডাক্ট। এইটা বিশাল সংখ্যক মানুষকে একদম ব্যাসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত AI এর সবকিছু শেখাচ্ছে বাংলায়। বড় একটা সমস্যার সমাধান করছে – তাই না? আবার যেমন NShamimPRO.Com একটা বিশাল সংখ্যক মানুষকে কিভাবে ডিজিটাল প্রোডাক্ট বানাতে হয়, কিভাবে আইডিয়া জেনারেট করতে হয়, কিভাবে ব্লগিং বা এফিলিয়েট মার্কেটিং করতে হয় – সেগুলো শেখাচ্ছে – সেটাও একটা প্রোডাক্ট!

একটা স্পেসিফিক সমস্যার সমাধান যদি করতে পারে আপনার সলিউশনটা – তাহলেই আপনি এইটা সেল করতে পারবেন!

আমাদের প্রথম ধাপে প্রোডাক্ট হয়ে গেলো আমাদের।

ধাপ ২ | আইডিয়া যাচাই করতে প্রোডাক্টটি অথবা প্রোডাক্টের কিছু অংশ ফ্রিতে দিয়ে দিবেন!

আপনার মাথায় একটি দারুণ আইডিয়া আছে- পারফেক্ট! কিন্তু মানুষ কি আসলেই এর জন্য টাকা দিবে?

এটা জানার সবচেয়ে সহজ উপায় হলো, প্রথমে প্রোডাক্টটি বা এর একটা পার্ট বিনামূল্যে অফার করা।

– করণীয়: আপনার Notion টেমপ্লেট বা ডিজিটাল প্রোডাক্টটি তৈরি করে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন কমিউনিটি ও ফেসবুক গ্রুপে বিনামূল্যে শেয়ার করুন।

– লক্ষ্য: মানুষের কাছ থেকে ভ্যালিডেশন বা স্বীকৃতি পাওয়া। তাদেরকে জিজ্ঞেস করুন, আপনার প্রোডাক্টটি কি তাদের কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান করছে?

বিনামূল্যে ডাউনলোড আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার প্রোডাক্টের চাহিদা আছে এবং এটি মানুষের কাছে আসলেই দরকারি। এর মাধ্যমে আপনি শুরুতেই আপনার অডিয়েন্সের সাথে একটি আস্থার সম্পর্ক তৈরি করে ফেলবেন।

ধাপ ৩ | একটি নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করবেন! মানে একটা নিশ টার্গেট করে আগাবেন..পরে সেটাকে জেনারেলাইজ করা যাবে যেকোন সময়!

শুরুতে আপনার প্রোডাক্টটি হয়তো সবার জন্য বানানো, কিন্তু এটি একটি বড় ভুল হবে যদি সেটাকে সবার জন্যেই মার্কেট করার চেষ্টা করেন। আপনার প্রোডাক্ট যত বেশি নির্দিষ্ট বা স্পেসিফিক শ্রেণীর বা গোষ্ঠীর মানুষের জন্য হবে, মার্কেটিং করা তত সহজ হবে এবং মানুষ তত বেশি আকৃষ্ট হবে।

একটি সাধারণ ‘কন্টেন্ট প্ল্যানার’ না বানিয়ে, এটিকে বিশেষভাবে ‘ইউটিউব ক্রিয়েটরদের জন্য হাব’ হিসেবে রিব্র্যান্ড করুন।

এটিকে এমন একটি “অল-ইন-ওয়ান টুল” হিসেবে উপস্থাপন করুন বা পজিশনিং: যা ইউটিউবের ভিডিও ক্রিয়েটরদের সময় বাঁচাতে এবং দ্রুত গ্রো করতে সাহায্য করবে।

আপনার অফার যত নির্দিষ্ট হবে, আপনার টার্গেট অডিয়েন্সের কাছে তা তত বেশি Attractive মনে হবে।

ধাপ ৪ | ফিডব্যাক নিয়ে প্রোডাক্ট ইম্প্রুভ করবেন, Always!

যখন মানুষ আপনার ফ্রি প্রোডাক্টটি ব্যবহার করা শুরু করবে, তখন তাদের কাছ থেকে মতামত চেয়ে নিন। এটাই আপনার প্রোডাক্টকে সেরা বানানোর মূল চাবিকাঠি।

প্রথম দিকের ইউজারদের জিজ্ঞেস করুন, প্রোডাক্টের কোন জিনিসটা তাদের কাছে কঠিন মনে হচ্ছে বা কি কি ফিচার যুক্ত করলে আরও ভালো হতো।

এই ফিডব্যাক ব্যবহার করে প্রোডাক্টটি আরও ইম্প্রুভ করুন। যেমন: নতুনদের জন্য একটি টিউটোরিয়াল যোগ করা, লেআউট আরও সহজ করা ইত্যাদি। মনে রাখবেন, আপনার অডিয়েন্সের কথা শোনাই প্রোডাক্টকে সেরা বানানোর সবচেয়ে দ্রুততম উপায়।

যেমন ধরুন – আমি NShamimPRO তে রিসেন্টলি লোকাল এবং ইকমার্স এসইও নিয়ে ভিডিও দিচ্ছি – কারণ এইটা অনেকেরই চাওয়া। আমি কিন্তু আমার কোর কোর্সে রিজিড না থেকে, মেম্বার জন্যেই নতুন নতুন জিনিস শিখছি, এপ্লাই করছি এবং সেগুলো কোর্সেও অ্যাড করে দিচ্ছি!

যখনই কেউ আপনার প্রোডাক্টের প্রশংসা করবে, তাদের কাছ থেকে একটি টেস্টিমোনিয়াল বা রিভিউ চেয়ে নিবেন। এতে করে যেমন আপনার কনফিডেন্স বাড়বে, তেমনি পরবর্তিতে সেলসেও এইটা হেল্প করবে!

ধাপ ৫ | : একাধিক প্ল্যাটফর্মে আপনার প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করুন!

প্রোডাক্ট তৈরি হয়ে গেলে এখন সেটা মার্কেটিং বা প্রচার করার পালা। শুধুমাত্র এক জায়গায় শেয়ার না করে, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার প্রোডাক্টের কথা ছড়িয়ে দিন।

X (টুইটার), থ্রেডস, ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনার টেমপ্লেটের স্ক্রিনশট এবং ফিচারগুলো বিস্তারিতভাবে পোস্ট করুন। পোস্টের শেষে একটি সহজ কল-টু-অ্যাকশন সহ আপনার প্রোডাক্টের লিংক দিন।

ব্যসিক SEO টা শিখে নিন – এইটা মার্কেটার, নন-মার্কেটার সবার জন্যে একটা Must Have স্কিল এই এআই এর যুগে। কারণ একটা সময় সবাই ইচ্ছে করলেই প্রোডাক্ট বানাতে পারবে; কিন্তু সেটা এআই চ্যাটবট বা সার্চইঞ্জিনে কিভাবে প্রমোট করবে সেই স্কিলসেটটার অনেক অনেক বেশী প্রয়োজন পড়বে! পাশাপাশি পেইড অ্যাড (স্পেশালি ফেইসবুক) নিয়ে ঘাটাঘাটি করা স্টার্ট করবেন এই পর্যায়ে। সময় বাঁচাতে চাইলে রিলেটেড একটা কোর্স কিনে ফেলবেন (বাংলায় ফেইসবুক মার্কেটিং নিয়ে ডেডিকেটেড অনেক কোর্স আছে, গুগল করলেই পেয়ে যাবেন -এইক্ষেত্রে আপনারা লাকি) – এতে করে লঙ টার্মের জন্যে আপনার সময় + টাকা দুটোই বেঁচে যাবে!

পাশাপাশি Notion বা এই ধরনের রিলেটেড মার্কেটপ্লেসের মতো প্ল্যাটফর্মে আপনার টেমপ্লেটটি বা প্রোডাক্টটি লিস্ট করুন এবং অন্যান্য অনলাইন কমিউনিটিতেও শেয়ার করুন।

ধাপ ৬ | আপনার জার্নি সবার সাথে শেয়ার করুন!

মানুষ শুধু প্রোডাক্ট কেনে না, তারা প্রোডাক্টের পেছনের গল্প এবং নির্মাতার সাথেও একটি সংযোগ অনুভব করতে চায়। তাই আপনার পুরো জার্নিটা প্রকাশ্যে শেয়ার করুন।

আপনার সোশ্যাল মিডিয়ায় সবকিছু নিয়ে কথা বলুন:

– কেন আপনি এই Notion/Canva বা গুগল শিট বা ডক টেমপ্লেট বা পিডিএফ বা কোর্সটি বানিয়েছেন।

– কীভাবে মানুষের ফিডব্যাক পেয়ে এটিকে দিন দিন বিভিন্নভাবে উন্নত করেছেন।

– আপনার ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করুন—যেমন প্রথম সেল, ১০তম সেল বা প্রথম $১০০ আয়, এইসব!

পর্দার পেছনের এই গল্পগুলো শেয়ার করলে আপনি অন্য ক্রিয়েটরদের সাথে যুক্ত হতে পারবেন এবং আপনার অডিয়েন্সের সাথে সম্পর্ক আরও গভীর হবে।

ধাপ ৭ | হাল ছাড়বেন না, Go All In!

মাঝে মাঝে দেখবেন সেল হচ্ছে, আবার কিছুদিন – ইভেন কয়েক সপ্তাহ সেল আসবে না। যখন সেল পাবেন না – তখন একটু হতাশ লাগবে , কিন্তু হাল ছাড়া যাবে না। প্রতিদিন কাজ করে যেতে হবে। ব্রান্ড বিল্ডিং + রেপুটেশন বিল্ডিং এ মনোযোগ দিতে হবে প্রথম দিন থেকেই।

খুব বেশী প্রজেক্টে ফোকাস না করে – এমন একটা বা দুইটা প্রজেক্টে সারাদিনের ৮০% সময় ব্যয় করবেন। কারণ অনেকগুলো প্রজেক্টে কাজ করতে গেলে আপনি একটা প্রজেক্টে ১০ বা ২০% এর বেশী সময় দিতে পারবেন না। এক্ষেত্রে আপনার কম্পেটিটর যদি ৮০% সময় দেয়, সেখানে আপনি জাস্ট ২০% সময় দিয়ে তার চেয়ে ভালো করবেন কিভাবে?

আরেকটা আইডিয়া এক্ষেত্রে কাজে লাগাতে পারেন যে – এমন ৩টা প্রজেক্ট বিল্ড করেন। তারপর দেখেন কোনটা সবচেয়ে বেশী ট্রাকশন পাচ্ছে – সেটাতে ফুল ফোকাস দিয়ে বাকিগুলো বন্ধ করে দেন অথবা দিনের ৫% সময় দিতে আসতে আসতে গ্রো করাতে পারেন!

নোট – এখানে পেমেন্ট সিস্টেম নিয়ে কথা বলা হয়নি। কারণ আপনার প্রোডাক্ট বানানো হয়ে গেলে, দেখবেন নিজের পার্সোনাল বিক্যাশ দিয়েও সেল করা যায়। পরে না হয় SSLcommerz বা Paddle নিয়ে নিতে পারবেন! সেল করার অপশন হাতে আসলে – বাকিটা এমনিতেই ম্যানেজ হয়ে যায়! আসল জিনিস হচ্ছে প্রোডাক্ট বানানো এবং সেটাকে সেলিং ফেইজে নিয়ে যাওয়া!

আপনি কোন পর্যায়ে আছেন এখন? বা ডিজিটাল প্রোডাক্ট বানানো নিয়ে কোন প্ল্যান আছে কি?

কমেন্টে জানাতে পারেন!

#DigitalProduct #NotionTemplate #SideHustle #PassiveIncome #MarketingTips #BanglaContent #MakeMoneyOnline

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top