১২টি Secret ওয়েবসাইট যা ৯৯% মানুষই জানে না! চলুন জেনে নিই Sites-গুলো সম্পর্কে!

secret websites

আমরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু এর আসল ক্ষমতা সম্পর্কে খুব কমই জানি। এই থ্রেডে এমন কিছু ওয়েবসাইট শেয়ার করছি যা আপনার সময়, টাকা এবং শ্রম—সবই বাঁচাবে।

চলুন শুরু করা যাক।

১। Have I Been Pwned?
(haveibeenpwned.com)

আপনার ইমেইল বা ফোন নাম্বার কি কোনো ডাটা ব্রিচে (Data Breach) ফাঁস হয়ে গেছে?

এই ওয়েবসাইটে গিয়ে শুধু আপনার ইমেইল দিন, আর এক সেকেন্ডে জেনে নিন আপনার ডিজিটাল সিকিউরিটি বা অনলাইন এসেটসগুলো কতটা নিরাপদ।

২। Open Library
(openlibrary.org)

এটি একটি বিশাল ডিজিটাল লাইব্রেরি, যেখানে লক্ষ লক্ষ বই বিনামূল্যে পড়া, ধার করা বা ডাউনলোড করা যায়। ছাত্রছাত্রী এবং বইপ্রেমীদের জন্য এটি একটি অমূল্য সম্পদ।

৩। Temp Mail
(temp-mail.org)

কোনো ওয়েবসাইটে সাইন আপ করার জন্য নিজের আসল ইমেইল দিতে ভয় পাচ্ছেন?

এই ওয়েবসাইটটি আপনাকে একটি অস্থায়ী (Temporary) ইমেইল অ্যাড্রেস দেবে, যা আপনার আসল ইনবক্সকে স্প্যাম এবং অপ্রয়োজনীয় মেসেজ থেকে বাঁচাবে।

৪। WolframAlpha
(wolframalpha.com)

এটি গুগল নয়, এটি একটি “নলেজ ইঞ্জিন”। গণিত, বিজ্ঞান বা যেকোনো ফ্যাক্টস নিয়ে প্রশ্ন করলে এটি আপনাকে সরাসরি উত্তর এবং বিস্তারিত ব্যাখ্যা দেবে, শুধু লিংক বা রেফারেন্স দিয়েই বসে থাকবে না।

স্টুডেন্টদের জন্য এটি একটি সুপারপাওয়ার বলা যেতে পারে।

৫। Magic Eraser
(magiceraser.io)

আপনার ছবিতে কোনো অপ্রয়োজনীয় ব্যক্তি বা বস্তু চলে এসেছে?

চিন্তার কিছু নেই।

এই AI টুলটি দিয়ে শুধু ব্রাশ করলেই সেই অংশটি নিখুঁতভাবে মুছে যাবে, এমন মনে হবে যেন সেখানে কিছুই ছিল না।

৬। TinyWow
(tinywow.com)

এটি একটি ডিজিটাল টুলের ভান্ডার।

PDF এডিট করা, ভিডিও কম্প্রেস করা, ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা—প্রায় ২০০টিরও বেশি কাজ এখানে বিনামূল্যে করা যায় কোনো সফটওয়্যার ডাউনলোড ছাড়াই।

৭। FutureMe
(futureme.org)

ভবিষ্যতের নিজেকে একটি চিঠি লিখুন।

এই ওয়েবসাইটটি আপনার লেখা চিঠিটি ঠিক করে দেয়া সময়ে (এক, পাঁচ বা দশ বছর পর) আপনাকে ইমেইল করে পাঠাবে।

নিজের উন্নতি ট্র্যাক করার এবং মোটিভেশন পাওয়ার জন্য এটি একটি অসাধারণ টুল।

৮।  My Fridge Food
(myfridgefood.com)

“আজ কী রান্না করব?”—এই প্রশ্নের সেরা সমাধান।

আপনার ফ্রিজে কী কী উপকরণ আছে তা সিলেক্ট করে দিলেই এই ওয়েবসাইটটি আপনাকে বলে দেবে কী কী রেসিপি বানানো সম্ভব। এতে সময় বাঁচবে অনেক এবং খাবারও নষ্ট হবে না।

৯। 12ft Ladder
(12ftladder.net)

অনেক ওয়েবসাইটে নিউজ বা আর্টিকেল পড়তে গেলে বিরক্তিকর বিজ্ঞাপন বা “Paywall” (টাকা দেওয়ার দেয়াল) চলে আসে।

এই ওয়েবসাইটে সেই আর্টিকেলের লিংক পেস্ট করলেই আপনি বিজ্ঞাপন ছাড়াই বা কোন ধরনের পে-ওয়ালের বাধা ছাড়াই পড়তে পারবেন।

১০। ১০। AIinBangla

(aiinbangla.com)

যারা শুধু সুযোগ খোঁজেন না, বরং সঠিক বিনিয়োগ করতে চান, তাদের জন্য AI Champions। ভবিষ্যতের চাকরির বাজারে নিজেকে এগিয়ে রাখতে বা বর্তমান কাজের গতিকে কয়েকগুণ বাড়িয়ে তুলতে একটি স্ট্রাকচার্ড রোডম্যাপের কোনো বিকল্প নেই।

এই কোর্সে আপনি শুধু টুলস শিখবেন না, শিখবেন সবকিছু যা একজন AI স্পেশালিস্ট হিসেবে গড়ে তোলবে আপনাকে!

ভবিষ্যতের জন্য সেরা বিনিয়োগটি করতে আর দেরি কেন?
জয়েন করুনঃ https://aiinbangla.com/courses/ai-champions/

 ১১। PDFescape
(pdfescape.com)

কোনো সফটওয়্যার ছাড়াই সরাসরি আপনার ব্রাউজারে PDF এডিট করুন, ফর্ম পূরণ করুন বা অ্যানোটেশন যোগ করুন।

ছাত্রছাত্রী এবং প্রফেশনালদের জন্য এটি প্রতিদিন ইউজ করার মতো একটি ওয়েবসাইট।

১২। AlternativeTo
(alternativeto.net)

Adobe Photoshop বা অন্য কোনো দামী সফটওয়্যারের জন্য টাকা দিতে চান না?

এই ওয়েবসাইটটি আপনাকে যেকোনো পেইড সফটওয়্যারের সেরা ফ্রি বিকল্পগুলো খুঁজে দেবে। সফটওয়্যার কেনার আগে একবার এখানে চেক করে নেওয়া আবশ্যক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top